জমি বিবাদে রক্তাক্ত উদয়পুর, আটক অভিযুক্ত ২ ভাই।।উদয়পুর সোনামুড়া মহকুমায় জায়গা নিয়ে বিরোধ।। দীর্ঘ দিন ধরে উদয়পুর মহকুমায় সোনামুড়া এলাকার দুই পরিবারের জায়গা নিয়ে চলছে বিরোধ। একটা সময় থানায় মামলা দায়ের করা হয়েছে।। আজকে ছিল আনোয়ার হোসেনের আদালতে যাবার দিন।সেইমতে আনোয়ার আদালত থেকে সোনামুড়া নিজ বাড়িতে আসা মাত্র জলিল মিয়া ও তার ভাই অলিদ মিয়া মিলে পাশের বাড়ির আনোয়ার হোসেন,সেকেল মিয়া,হারুন মিয়া এবং রুমেলা খাতুন কে ছুরি প্রচন্ড আঘাত করে। সঙ্গে সঙ্গে আহত চারজনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। আসামী দুই ভাইকে পুলিশ এখনো ও গ্ৰেপ্তার করতে পারে নি। বর্তমানে আহত চার জনকে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।