ত্রিপুরার রাজধানী থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নেশা সামগ্রী। চলছে জুয়া খেলার আসর। কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই সাজিয়ে রাখা হয়েছে অবৈধ বিলেতি মদের বোতল। পুলিশের অভিযানের কোনো পূর্ণ সম্ভাবনা নেই। মদ বিক্রেতারা এই গ্যারান্টি দিয়েই বসিয়েছে মদের আসর। ঘটনা লেম্বুছড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত নেপালি বস্তি এলাকায়। 

ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরের সবচেয়ে কাছের কয়েকটি গ্রামের মধ্যে নেপালি বস্তি একটি। এই গ্রামে শনিবার রাতে আয়োজন করা হয়েছে অর্কেস্ট্রা। এই অর্কেস্ট্রাকে কেন্দ্র করেই সাজানো হয়েছে দোকানপাট। চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। প্রত্যেকটি দোকানে প্রকাশ্যে কোল্ড ড্রিংক আর জলের বোতলের মতো সারিবদ্ধভাবে সাজানো হয়েছে অবৈধ বিলেতি মদ। প্রকাশ্যেই বিক্রি হচ্ছে। একই সাথে মদ খাওয়ার জন্য মাংস থেকে শুরু করে রকমারি খাবারের সম্ভার রয়েছে। দোকানদাররা গলায় গলা মিলিয়ে গ্যারান্টি দিচ্ছেন, প্রকাশ্যে বসে মদ খেলেও পুলিশ আসবে না। আজকের রাতের জন্য পুলিশ থেকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে। যেখানে রাজ্যকে নেশামুক্ত হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছে সরকার, সেখানে লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ বাবুদের মতো দায়িত্ব ও কর্তব্যহীন পুলিশ আধিকারিকদের জন্য সেই প্রচেষ্টা কতটা সফল হবে, সেই প্রশ্ন উঠছেই। এখন দেখার বিষয় হলো, এই প্রকাশ্য নেশা ও জুয়া বাণিজ্যের জন্য লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ যে ছাড়পত্র দিয়েছে, তার বিরুদ্ধে পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে কী পদক্ষেপ নেন?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কৈলাশহরে শান্তি বৈঠক! পরিস্থিতি নিয়ন্ত্রণে
Next post পুলিশি অত্যাচারে নিহত বাদল ত্রিপুরার বাড়িতে গেল সুবল ভৌমিক
%d bloggers like this: