প্রতাপগড় বিধানসভা এলাকায় ৪২ ও ৪৩ নং ওয়ার্ড এলাকায় এলাকার মহিলারা সঙ্ঘবদ্ধভাবে নেশার বিরোধী অভিযান করতে গিয়ে আক্রান্ত হন উত্তম পাল ও তার পরিবারের হাতে।। পরবর্তী সময় উত্তম পালকে পূর্ব থানার পুলিশ এসে ধরে নিয়ে যায়।। জানা যায় উত্তম পাল তের প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ৫ নং শক্তি কেন্দ্রের ইনচার্জ এবং তার বাড়িতে মদ এবং ড্রাগস এর ব্যবসা করে বলে এলাকাবাসীর অভিযোগ।।