শিক্ষা প্রতিষ্ঠানের প্রজেক্ট কো ইনচার্জ দুজন ছাত্রী নিয়ে রেলে যাত্রাকালে হেনস্তা ও মানসিক হয়রানির প্রতিবাদে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা ক্লাস বরকট স্কুলের সামনে আন্দোলনে বসে ন্যায্য বিচারের দাবিতে। ঘটনার তেলিয়ামুড়া থানাধীন হদ্রাই এলাকাস্থিত হরি রাধা বিদ্যা মন্দিরে সোমবার।
উল্লেখ্য, কতকাল বিদ্যালয়ে প্রজেক্ট কো-ইনচার্জ পরিতোষ পাল পেঁচার তলের উদ্দেশ্যে তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে হোস্টেলে থাকা দুজন ছাত্রী নিয়ে রওনা হয়েছিলেন। কারণ স্কুলের প্রজেক্ট ইনচার্জ পরিতোষ পাল মেয়ে দুটিকে বাড়িতে একা পাঠানো ঠিক নেই ভেবে তিনি নিজে দুইটি মেয়েকে সাথে নিয়ে রওনা হয়েছিল।তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে যে কামরায় উঠেছিল সেখানে থেকে কয়েকজন মহিলা তথা কংগ্রেস দলের মহিলা নেত্রী সহ কয়েকজন পুরুষ মিলে মানসিকভাবে নির্যাতন চালায় ইনচার্জ পরিতোষ পালের বিরুদ্ধে। মেয়ে দুটির পরিবারের সাথে কথা হলেও ভূয়া আত্মীয় পরিজন বলে আমল দেয়নি তারা। পরে যাবতীয় কাগজপত্র দেখেও নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি ইনচার্জ পরিতোষ পাল সহ দুই ছাত্রী। মুঙ্গিয়াকামি স্টেশন আসতে পুলিশের কাছে তুলে দেওয়া হয় ইনচার্জ সহজ দুই ছাত্রীকে। পুলিশের কাছে সব তথ্য তুলে ধরলে তিন জনকে অন্য কামড়াই বসিয়ে দেই পুলিশ। কুমারঘাট আসতেই প্রায় দুই শতাধিক মানুষজন পুনরায় আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পরে ইনচার্জ পরিতোষ পাল মেয়ে দুটির বাড়ির পরিবারের লোকেদের খবর দেয়। আজ কয়েকজনের নামধাম দিয়ে লিখিতভাবে তেলিয়ামুড়া রেল পুলিশের কাছে মামলা দায়ের করেন ইনচার্জ পরিতোষ পাল। সোমবার এ খবর স্কুলের মধ্যে ছড়িয়ে পড়তে ছাত্র-ছাত্রীরা সকাল থেকেই স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং স্কুল বয়কট সিদ্ধান্ত গ্রহণ করে। দোষীদের প্রকৃত শাস্তির দাবি তুলে ছাত্রছাত্রীরা এই বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post নয় দফা দাবিতে বামপন্থী গন সংগঠনের গণ ডেপুটেশন!
Next post এসেম্বলি অফ জার্নালিস্টস্-র আলোচনা ও মতবিনিময় সভা! অনুষ্ঠানের আয়োজন নিয়ে খুশি সংবাদিক মহল
%d bloggers like this: