সাতচাঁদ ব্লকের অন্তর্গত সাব্রুমের দুর্গানগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে বুধবার বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ক্লাস রুমে বন্দি করে বিক্ষোভ প্রদর্শন করল পড়ুয়াদের অভিভাবকরা সহ স্থানীয় এলাকার লোকজন।স্থানীয়দের বক্তব্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রীদের প্রতি প্রতিনিয়ত অভব্য আচরণ করেন। স্কুলের পাশে থাকা তার নিজের রাবার বাগানে স্ক্রেপ সংগ্রহ করায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দিয়ে। শুধু তাই নয়, অবসর সময়ে ওই শিক্ষকের শরীরের ক্লান্তি দূর করার জন্য মাসাজের ব্যবস্থা করতে হয় ছাত্র-ছাত্রীদেরকে।এছাড়াও ছাত্র-ছাত্রীদের টিফিন বক্স হাতিয়ে খাওয়া, এমনকি তাদের বাড়ি থেকে সুস্বাদু পাকোয়ান রান্না করে না আনলে মারধরের ব্যবস্থাও রয়েছে বিদ্যালয়ে। এমনটাই অভিযোগ এলাকার লোকজনদের। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিদ্যালয় পরিদর্শক জার্নাং মগ । এরপর আটকে রাখা শিক্ষিকাকে মুক্ত করেন এবং এলাকাবাসীকে তাদের দাবি পূরণের ক্ষেত্রে আশ্বস্ত করে। এখন এলাকাবাসীর দাবি অতিসত্বর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণ করে শীঘ্রই যেন নতুন প্রধান শিক্ষকের ব্যবস্থা করে রাজ্য শিক্ষা দপ্তর

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post আজ আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ৭৬ তম মৃত্যু বার্ষিকী ।
Next post বর্তমানে মণিপুরে বিরাজ করছে অশান্তিকর পরিবেশ
%d bloggers like this: