বয়সের কারণে বেশির ভাগ সময় তিনি অসুস্থই থাকতেন l এবার আর জিবি হাসপাতাল থেকে বাড়ি ফেরা হল না উনার l দীর্ঘ সময় রোগ ভোগের পর প্রয়াত হলেন রাজ্যের রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল 87 বছর l রবিবার দুপুরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর l বয়সের ভারে ন্যুব্জ এনসি দেববর্মা গত শুক্রবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল | পরে জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে এদিনই তার একটি হাইরিকস অপারেশনও করা হয়েছে | মন্ত্রী এনসি দেববর্মা শুধু বরিষ্ঠ রাজনৈতিক নেতৃত্বই নয় , তিনি একাধারে বিশিষ্ট লেখক , সমাজসেবী এবং সামাজিক নেতাও ছিলেন | তিনি আই পি এফ টি দলের সুপরিমো ছিলেন l উনার মৃত্যুতে রাজ্য রাজনীতিতে এক অপূরনিয় ক্ষতি হয়েছে l শোকা হত রাজ্যবাসি l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post তেলিয়ামুড়ায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর রোড মার্চ
Next post প্রয়াত এন সি দেব্বর্মা,একদিনের সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী!
%d bloggers like this: