ফটিকরায় বিধানসভার অন্তর্গত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে গত সাত বছর ধরে একটি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা নিয়েই ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।
একের পর এক অভিযোগ জানানোর পরও কাজ না হওয়ায় আজ পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে প্রতিবাদে সামিল হন স্থানীয়রা।
তাঁদের অভিযোগ—এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় শতাধিক মানুষের, অথচ দীর্ঘদিন ধরে রাস্তার কোথাও পিচ নেই, কোথাও বড় বড় গর্ত, বর্ষায় কাদায় ভরে যায় পথঘাট।
স্থানীয়দের ভাষায়,
“বছরের পর বছর বলছি, কিন্তু কেউ শোনে না। ভোটের সময় আশ্বাস আর প্রতিশ্রুতি মেলে, কিন্তু কাজের বেলায় শুনশান। এবার আমরা আর চুপ করে বসে থাকব না।”
তাদের দাবি, অবিলম্বে রাস্তার সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।
পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রশাসনিকভাবে কত দ্রুত এই সমস্যার সমাধান হয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা শ্রীপুরবাসী।