বিশালগড় নিচের বাজারে ফাঁসিতে আত্মহত্যা এক ব্যবসায়িক। ঘটনা বিবরণে জানা যায় নিচের বাজারে দীর্ঘদিন ধরে বাইসাইকেলের কাজ করে যাচ্ছে রঘুনাথপুরে বাসিন্দা শক্তি রঞ্জন ভৌমিক উনার একটি কন্যা সন্তান ও পুত্র সন্তান রয়েছে রবিবার দুপুর ১.৩০ মিনিটে দোকানের পেছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় ব্যবসায়ীরা খবর দেওয়া হয় বিশালগড় থানায়।
জানা যায় তার শরীরে রক্তের চিহ্ন রয়েছে তবে এটা কি ফাঁসিতে আত্মহত্যা নাকি মেরে ফেলে রাখা হয়েছে ময়নাতদন্ত করার পর বেরিয়ে আসবে সঠিক তথ্য।
ঘটনা খবর পেয়ে রঘুনাথপুর থেকে ছুটে আসেন শক্তি রঞ্জন ভৌমিকের পরিবারের সদস্য রা রাস্তায় কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সহ আত্মীয় পরিজন।