ফের একবার ইতিহাস গড়ল ইসরো। দুটি কৃত্রিম উপগ্রহকে সফলভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকেই পোলার স্যাটেলাইট যান, PSLV-C55-এর মাধ্যমেই দুটি সিঙ্গাপুরের কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়। কৃত্রিম উপগ্রহ দুটির সফল উৎক্ষেপণের পর টুইট করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ISRO প্রধান এস. সোমনাথ। তিনি বলেন, PSLV-C55/TeLEOS-2 মিশনের জন্য অভিনন্দন। সিঙ্গাপুরের দুটি কৃত্রিম উপগ্রহ সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে।ইসরো সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ২ টা বেজে ১৯ মিনিট নাগাদ PSLV-C55/TeLEOS-2 মিশন সফল হয়। দুটি কৃত্রিম উপগ্রহ সফলভাবে কক্ষপথে পৃথিবীর স্থাপন করা হয়। এই দুটি কৃত্রিম উপগ্রহের কক্ষপথে স্থাপন নিয়ে শেষ মুহূর্তের উত্তেজনা ছিল তুঙ্গে।