আবারো অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুর রাজ্যে। গত রবিবার রাত থেকেই উত্তর পূর্বের রাজ্যের দিকে দিকে অশান্তি-বিক্ষোভ ফের মাথাচাড়া দিয়ে ওঠে। এদিন রাতেই ইম্ফল পশ্চিম জেলার এক জায়গায় হিংসা ছড়িয়ে পড়ে। দুষ্কৃতীদের গুলিতে সেখানে তিনজন আহত হন। এদিকে সোমবার বিকেলে ইম্ফলের চেকন এলাকায় এক স্থানীয় বাজারের দখল নিয়ে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধে।এর জেরে ঘর-বাড়িতে অবাধে চলে লুঠকাণ্ড। কিছু কিছু বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এবার এই হিংসাত্মক ঘটনা নিয়ে মুখ খুললেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি জানিয়েছেন, এই সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন প্রাক্তন বিধায়ক। রাজ্যে শান্তি ফেরানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রবিবার রাতে ইম্ফল পশ্চিম জেলায় এক ঘটনায় তিনজন সামান্য আহত হন। পুলিশ এই ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ডাবল ব্যারেল বন্দুক পাওয়া গিয়েছে।“সোমবার ইম্ফল শহরের নিউ ল্যাম্বুলেন অংশে আরেকটি ছোটখাটো ঘটনা ঘটে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন প্রাক্তন বিধায়ক এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন। সিঙ্গেল ব্যারেল বন্দুক বহনকারী দু’জন সশস্ত্র কর্মী বিক্রেতাদের হুমকি দেয় এবং অঞ্চলটি খালি করতে বলে। প্রাক্তন বিধায়ক সহ এই দু’জনকেই হেফাজতে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১০ দিন ধরে মণিপুরের অবস্থা শান্তিপূর্ণই ছিল। তিনি রাজ্যবাসীকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন। পাশাপাশি রাজ্যে শীঘ্রই শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রাজ্যের স্কোরারদের গ্রেডেশন নির্ণয়ের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Next post বিতর্কে মোড়া সেনা বাহিনীর বিশেষ ক্ষমতা আইন ‘আফস্পা’।
%d bloggers like this: