এদের এই দাবি বহু বছরের। ফের একবার ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে করার দাবিতে বুধবার দুপুরে রাজভবন অভিযান করল তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন।এদিন রাজধানীর রাধানগর এলাকা থেকে তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের সদস্য-সদস্যারা মিছিল করে রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু মিছিলটি সার্কিট হাউজ এলাকায় আসতেই এদের আটকে দেয় সদর পুলিশ প্রশাসন। এনিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় তারা। এবিষয়ে তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের এক নেতৃত্ব জানায়, এই দাবি এদের বহু বছরের। কিন্তু রাজ্য সরকার তাদের দাবি পূরণ করছে না। তাই যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ না হচ্ছে ততক্ষন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দেয় তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বুধবার ভারতের শেয়ার বাজারে দুরন্ত ঊর্ধ্বগতি
Next post শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ
%d bloggers like this: