চাকরির দাবিতে অনড় তারা। তাই ফের একবার চাকরীতে নিয়োগের দাবিতে সোমবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনী স্থিত সিটি সেন্টারের সামনে জমায়েত কর্মসূচী সংগঠিত করল ২০২২ সালের এস টি জিটি উত্তীর্ণ বেকাররা।এদিন কর্মসূচিতে উপস্থিত এক উর্ওীন বেকার জানায়, চাকরিতে নিয়োগের দাবিতে গত নয় মাস ধরে রাজ্য সরকারের কাছে অনেক বার বিনম্র আবেদন জানিয়েছেন। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোন সদুত্তর পায়নি তারা। কিছুদিন আগে বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এক্ষেত্রে একটা আইনি জটিলতা রয়েছে। কিন্তু এখন তো সেই আইনি জটিলতাও কেটে গেছে, তাহলে রাজ্য সরকার কেন এদেরকে নিয়োগ করছেন না বলে জানায় ওই বেকার যুবক। ফের একবার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে চাক্রির জন্য মানবিক আবেদন জানিয়েছে তারা।