আগরতলা, ২৭ জানুয়ারী।।

সংবাদমাধ্যমের সম্মিলিত সংগঠন অ্যাসেম্বলি অব জার্নালিস্ট -র উদ্যোগে আগামী ২৮ শে জানুয়ারী বিকাল ৪ টায় আগরতলা প্রেসক্লাব প্রেক্ষাগৃহে বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা- শীর্ষক আলোচনাচক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পরিবর্তিত পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ, মার্যদাবৃদ্ধি ও পেশার মানোন্নয়ন নিয়ে প্রবীন সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আলোচনা করবেন। নবীন প্রজন্মের বার্তাজীবীদের সাথে তাঁরা সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ও করবেন। প্রবীন সাংবাদিকদের অভিজ্ঞতায় নবীন প্রজন্মের বার্তাজীবীরা যাতে সম্মৃদ্ধ হতে পারেন মূলত সেলক্ষ্যেই এই আয়োজন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কুখ্যাত গরু চোরকে আটকে কদমতলা থানার পুলিশেকে দিল জনতা!
Next post সমুদ্রপথে আসছে গোলা-বারুদ! আটঘাঁট বেঁধে কোন যুদ্ধের জন্য় প্রস্তুতি নিচ্ছে ইউনূস?
%d bloggers like this: