আগরতলা, ২৭ জানুয়ারী।।
সংবাদমাধ্যমের সম্মিলিত সংগঠন অ্যাসেম্বলি অব জার্নালিস্ট -র উদ্যোগে আগামী ২৮ শে জানুয়ারী বিকাল ৪ টায় আগরতলা প্রেসক্লাব প্রেক্ষাগৃহে বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা- শীর্ষক আলোচনাচক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পরিবর্তিত পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ, মার্যদাবৃদ্ধি ও পেশার মানোন্নয়ন নিয়ে প্রবীন সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আলোচনা করবেন। নবীন প্রজন্মের বার্তাজীবীদের সাথে তাঁরা সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ও করবেন। প্রবীন সাংবাদিকদের অভিজ্ঞতায় নবীন প্রজন্মের বার্তাজীবীরা যাতে সম্মৃদ্ধ হতে পারেন মূলত সেলক্ষ্যেই এই আয়োজন।