রাজ্যে গত দুদিন ধরে জল্পনা চলছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বি জে পি বিধায়ক বিপ্লব কুমার দেবকে নাকি দল থেকে বহিস্কার করা হবে। রাজ্যের অলিতে গলিতে শুধু এই বিষয়টি-ই ছিল চর্চার মূল বিষয় বস্তু। মঙ্গলবার রাজ্যে আসেন বি জে পি দলের সংগঠন মন্ত্রী বি এল সন্তোষ, রাজ্যের প্রভারী বিনোদ সোনকর। রাজ্য বি জে পি’র সদর কার্যালয়ে মঙ্গলবার চলে ম্যারাথন বৈঠক। একে একে অফিস বিয়ারার থেকে শুরু করে মন্ত্রী-বিধায়ক সকলকে নিয়েই চলে এই বৈঠক। বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়। যদিও বিপ্লব কুমার দেবের বহিস্কার নিয়ে একপ্রকার কিছু বলতে চায়নি কেন্দ্রীয় নেতৃত্ব। বিপ্লব কুমার দেব নিজের বহিস্কার সম্পর্কে সাংবাদিকদের জানান বি জে পি দল কি সিদ্ধান্ত নেবে তা আগে মিডিয়াকে জানাবে না। এদিনের সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে একই মঞ্চে বিপ্লব দেব কে দেখতে পেয়ে বহিষ্কারের জল্পনা একেবারে জলে মিশে যায়। উল্টো জল্পনা শুরু হয়ে যায় ২৩’র নির্বাচনের আগে বিপ্লব দেবকে পুনরায় দলের ব্যাটন হাতে তুলে দেওয়া হবে।

বুধবার পুনরায় ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকেও বিপ্লব কুমার দেবকে দেখা যায়। বলা যায় ২০২৩’র আগে বি জে পি দল নিজেদের সংগঠন কে আরও মজবুত করার লক্ষ্যে মরিয়া হয়ে পড়েছে। সূত্রের খবর কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে দলকে ২০২৩ এ কিভাবে পুনরায় ক্ষমতায় নিয়ে আসা যায় তা নিয়ে টান টান আলোচনা হয়।