গোলাঘাটি বিধানসভার কেন্দ্রের অন্তর্গত তালতলা থানাধিন কাঞ্চনমালা ১ নং ওয়ার্ডের ঋষি কলোনি এলাকার বাসিন্দা নিখিল ঋষি দাস । দীর্ঘদিন ধরে তিনি একটি জটিল রোগে আক্রান্ত ।এরপর থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। কোন এক সময় নিখিল ঋষি দাস আগরতলায় বাঁশ বিক্রি করতেন। তবে মানসিক ভারসাম্যহীন হওয়ার পর থেকে তিনি আগরতলায় বাঁশ বিক্রি করা বন্ধ করে দিয়েছিলেন।হঠাৎ বুধবার পুনরায় সাইকেলের মাধ্যমে আগরতলায় বাঁশ বিক্রি করার উদ্দেশ্যে বের হন । কিন্তু বুধবার সন্ধ্যা ঘনিয়ে আসলেও নিখিল ঋষি দাস বাড়িতে ফিরে না আসায় ওনার পরিবারের লোকজনদের সন্দেহ হয়। সন্ধ্যার পর থেকে সমস্ত আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ খবর নিয়ে কোন সন্ধান পাওয়া যায়নি নিখিল ঋষি দাসের। এদিন রাতেই আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করা হয় ওনার পরিবারের পক্ষ থেকে। পরিবারের একমাত্র ভরসা নিখিল ঋষি দাসের আচমকা নিখোঁজ হওয়ার ঘটনায় উনার গোটা পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। বৃহস্পতিবার সকালে নিখোঁজ নিখিল ঋষি দাসের স্ত্রী শিল্পী ঋষি দাস সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে নিখোঁজ হয়ে যাওয়া স্বামীকে খুঁজে পাওয়ার আর্জি জানিয়েছেন পুলিশ প্রশাসন সহ সকলের কাছে।উনার এখন চোখের জলই সার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post দেশ লাফিয়ে বাড়ছে দৈনিক কোভিড সংক্রমণ । গত কয়েক সপ্তাহ ধরে বাড়তে বাড়তে বৃহস্পতিবার তা পাঁচ হাজার ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ে চিন্তিত কেন্দ্র।
Next post আবারো চেরাই কাঠ উদ্ধারে সাফল্য পেল বন দফতরের কর্মীরা
%d bloggers like this: