ফের বাড়ির লোকজনের অনুপস্থিতিতে চুরির ঘটনা সংঘটিত করল চোরেরা। গত কয়েক দিন আগে ধর্মনগর থানাধীন দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা গুরুদাস রায় পরিবারের সকলকে নিয়ে গুয়াহাটি বেড়াতে যান।শনিবার সকালে গুরুদাসের বসত ঘরের দরজা খোলা দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ঘরের সকল আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।তবে বাড়ির মালিক বহিঃ রাজ্যে থাকায় কি কি চুরি গেছে তা স্পষ্ট ভাবে জানা যায় নি। পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় এক অজানা আতঙ্ক বিরাজ করছে l