বৃহস্পতিবার রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠা দিবস উদযাপিত। পাঞ্জাবের লুধিয়ানা শহরে আজ থেকে ৪২ বছর আগে এমনই দিনে কাজ ও শিক্ষার দাবিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হয়েছিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তথা ডি-ওয়াইএফআইয়ের। এবছর সংগঠনের ৪৩ তম প্রতিষ্ঠা দিবস। বিগত দিনের মত এবারও সংগঠনের প্রতিষ্ঠা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করল নেতাকর্মী সমর্থকরা। এদিন রাজ্যের সর্বত্রই সংগঠনের অঞ্চল কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি পালন করা হয়। তবে কেন্দ্রীয়ভাবে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে। সেখানে সকালে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করেন নেতৃত্ব।