অতীত থেকে বর্তমান—বাল্য বিবাহ আজও এক ভয়ংকর সামাজিক অভিশাপ। এই কুপ্রথার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে একটি কর্মশালার আয়োজন করা হয় স্ব-উদ্যোগে এবং ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিকের সহায়তায়।
কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি তাঁর বক্তব্যে জানান, অপরিণত বয়সে বিবাহ মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে, যা তাদের ভবিষ্যৎকে বিপন্ন করে তোলে।
মন্ত্রী জানান, এই সামাজিক ব্যাধি নির্মূল করতে প্রশাসনিক উদ্যোগ যেমন জরুরি, তেমনি সমাজের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসা প্রয়োজন। তিনি উপস্থিত সকলকে বাল্য বিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান।
কর্মশালায় বিভিন্ন স্তরের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।