২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক’কে কালিমালিপ্ত করার জন্য অতুল গোষ্ঠির ভয়ানক ছক। এই প্রতিবেদনের মধ্য দিয়ে এই ভয়ানক ছকের পর্দা ফাঁস হতে যাচ্ছে— অতুল গোষ্ঠীর সর্দার অর্থাৎ দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল দাসের নেতৃত্বে কমিউনিস্ট দলের কর্মীদের নিয়ে বিজেপি দলের কার্যকর্তাদের বাড়ি ঘরে হামলা হুজ্জুতি চালাচ্ছে প্রতিদিন রাতে। ব্যতিক্রম হয়নি গত শনিবার রাতেও। শনিবার মধ্যরাতে গোপালের নেতৃত্বে কমিউনিস্ট দলের কর্মীরা একাধিক বিজেপি কর্মীর উপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালায় এবং তাদের বাড়ি ঘরে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়। এর মধ্যে সন্তোষ দেবনাথ এবং কাজল রানী দেবনাথ নামের দুই বিজেপি কর্মী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।
অন্যদিকে, দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কান পাতলেই শোনা যায় গোপাল বাবু ছাপ্পা ভোটের গ্রামপ্রধান। এছাড়াও সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে কৃষ্ণপুর কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী বিকাশ দেববর্মা’কে হারানোর জন্য বিজেপির প্রাক্তন বিধায়ক তথা নির্দল প্রার্থী ডঃ অতুল দেববর্মার গুষ্টির হয়ে সক্রিয়ভাবে অতুলের স্বপক্ষে প্রচার চালিয়ে ছিলেন। অথচ ওই ছাপ্পা ভোটের গ্রাম প্রধান গোপাল দাস নিজেকে বিজেপি দলের কার্যকর্তা হিসেবে আবার নাকি দাবি করেন। কিন্তু গোপাল বাবু এবার রসানলের মুখে পড়তে পারে এই ভয়ে বামপন্থী কর্মীদের দিয়ে বিজেপি কার্যকর্তাদের বাড়ির ঘরে প্রতিদিন রাতের অন্ধকারে ব্যাপক সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। তবে গোপালের এই কৌশল বর্তমান বিধায়ক বিকাশ দেববর্মাকে কালিমালিপ্ত করার জন্য চেষ্টা অতুলের নির্দেশে,,, এমনটাই মনে করছে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের কার্যকর্তারা।।