হাতেগুনা আর কিছুদিনপরে অনুষ্ঠীতহতেযাচ্ছে বিধনাসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনকে কেন্দ্রকরে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রটি আই পি এফ টির হাতে তুলেদেওয়াহয়। জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রে আই পি এফ টির কোনো অস্তিত্বনেই। তাই জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বাইরে থেকে প্রার্থী এনে এই বিধানসভায় প্রার্থী দিয়েছে আই পি এফ টি। ২০১৮ নির্বাচনে এই বিধানসভা বামেদের দখলেছিলো। বর্তমানে ২০২৩ শের নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে বামশাসন থেকে মুক্তিদিতে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করেগেছে বিজেপির কর্মীসমর্থকরা। এরইমধ্যে বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভায় আই পি এফ টি মনোনিত প্রার্থীর নাম ঘোষনার পর বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা ভোট বয়কটের সিদ্ধান্ত নেয়। অবশেষে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা নিজেদের থেকে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরইমধ্যে সোমবার শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের রিটানিং অফিসার তথা শান্তির বাজার মহকুমার অতিরুক্ত মহকুমাশাসক বিপুল দাসের নিকট মনোনয়ন পত্র জমাকরলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের নির্দল মনোনিত প্রার্থী বিকাশ রিয়াং।