মহিলা সশক্তিকরণ এর উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | যার জন্য এখন বিনা গ্যারান্টিতে মহিলাদের হাতে 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ তুলে দেওয়ার দিচ্ছেন নরেন্দ্র মোদি | বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক | স্বামী বিবেকানন্দ ময়দানে ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে রবিবার বেশ কয়েকটি কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাত্র ঘন্টাখানেক সময়ের জন্য এদিন রাজ্যে আসেন প্রধানমন্ত্রী। প্রকাশ্য সমাবেশে প্রধানমন্ত্রী আসার আগে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি ভৌমিক প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ভুয়সি প্রশংসা করে বলেন, ২০১৮ সালের রাজ্য সরকার আসার পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশবাসীর কাছে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির পাশাপাশি আলাদা পরিচিতি পেল ত্রিপুরা। প্রধানমন্ত্রীর উপর ভরসা করেই ২০১৮ সালে রাজ্যের মানুষ রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করে। এরপরেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেক মানুষ ত্রিপুরাকে জানতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলেছে ত্রিপুরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post জুয়েলসএসোসিয়েশনকে হারালো এগিয়ে চলো সংঘ
Next post রাজ্যকে পিছিয়ে নিয়েছিল পূর্বেকার সরকার :মোদি
%d bloggers like this: