শুক্রবার ‘বিপর্যয় ঝুঁকি হ্রাসের জাতীয় প্ল্যাটফর্ম’ (NPDRR)-এর তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় lউদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী lএদিন নয়া দিল্লিতে বিপর্যয় ঝুঁকি হ্রাসের জাতীয় প্ল্যাটফর্ম (NPDRR)-এর তৃতীয় অধিবেশনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমরা বিপর্যয় আটকাতে পারব না, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠেকাতে পারি। এব্যাপারে সক্রিয় হতে হবে। জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শহর-গ্রাম নির্মাণ করতে হবে। স্থানীয় প্রশাসনিক স্তর থেকে পরিকল্পনা করা দরকার। উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে।”জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থাকে মজবুত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “ভবিষ্যতে কী হতে পারে সেই আশঙ্কা আগাম খতিয়ে দেখা উচিত এবং সেই আশঙ্কা যাতে কম করা যায়, সেটা দেখা উচিত। সেজন্য সিস্টেমকে সংশোধন করতে হবে। এর জন্য শর্ট টার্ম নয়, লং টার্ম ভাবনার প্রয়োজন।” এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, “পরম্পরা ও প্রযুক্তি আমাদের শক্তি। এই দুইয়ের সমন্বয়ে আমরা অনেক ভাল মডেল তৈরি করতে পারি। এমন গেজেট আবিষ্কার করতে হবে যেটা আগাম সতর্কতা জানাতে পারবে। বিশ্বের বিভিন্ন জায়গায় এই ধরনের নতুন প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে। সেটা আমাদেরও ভাবতে হবে। এর জন্য আলোচনা-চর্চা জরুরি। তাহলেই নতুন রাস্তা খুলবে।” এপ্রসঙ্গে প্রশাসনের প্রতি নরেন্দ্র মোদীর পরামর্শ, “রিকগনিশন ও রিফর্ম মজবুত করতে হবে। ডাটা ব্যাঙ্ক করতে হবে। অর্থাৎ রিয়েল টাইম রেডিস্ট্রেশন মনিটরিং বাড়াতে হবে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কোচি শহরে ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস।
Next post কামারপুকুর কালী মন্দিরে চুরি
%d bloggers like this: