চুরাইবাড়ি বন দপ্তরের হাতে আটক বিপুল পরিমাণ চেরা বনজ কাঠ।লরি ছেড়ে চালক পলাতক।গত দীর্ঘদিন ধরে অসম-ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি-কদমতলা রুট দিয়ে অবৈধ উপায়ে মুল্যবান বনজ কাঠ বহির্রাজ্য সহ অন্যত্র পাচারের অভিযোগ রয়েছে।এনিয়ে অবশ্য উল্লেখিত এলাকায় রুটিন তল্লাশি জারি রেখেছে বন দপ্তর।এদিকে বৃহস্পতিবার সকালে কাঠ পাচারকারীরা বন কর্মীদের উপস্থিতি টের পেয়ে পুরনো রুট বদল করে কদমতলা-পালপাড়া অভিমুখে চেরাই কাঠ বোজাই TR 02 L 1798 নম্বরের একটি মিনি লরি নিয়ে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হলে মাঝ পথে গাড়িটি দুর্ঘটনাগ্রস্থ হয়।পরে এমন খবর পেয়ে চুরাইবাড়ি বন দপ্তর আধিকারিক সহ পুলিশ কর্মীরা সেখানে উপস্থিত হয়ে গাড়ির ভিতরে থাকা প্রায় ১০০ সিএফটি চেরা বনজ কাঠ বাজেয়াপ্ত করেন।এ কান্ডে বন দপ্তরের আধিকারিক অভিজিৎ দাস জানান গাড়িটি দুর্ঘটনাগ্রস্থ হবার পর চালক পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়েছে।বাজেয়াপ্ত কাঠের বাজার মুল্য দেড় লক্ষাধিক টাকার মত হবে।এ কান্ডে গাড়ির সুত্র ধরে বন আইনে মামলা হাতে নিয়ে তদন্ত করবে বন বিভাগ।।