ঘটনা বিবরনে জানা যায় শুক্রবার ১২.৩০ মিনিট নাগাদ বিশালগড় বাজারে একাধিক দোকানে খাদ্য দপ্তরের হানা।
জানা যায় দীর্ঘদিন ধরে বিশালগড় বাজারে বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করে আছে সেই খবরের ভিত্তিতে খাদ্য দপ্তরের হানা।বেশ কয়েকটি দোকানে হানা দিয়ে বিশালগড় রাউৎখলা সুব্রত দাসের দোকানে হানা দেয়, সুব্রত দাসের দোকান থেকে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ জিনিস উদ্ধার করতে সক্ষম হয় খাদ্য দপ্তর আধিকারিকরা এবং সুব্রত দাসের দোকান সিল করে দেওয়া হয়।
এই রকম অভিযান আগামী দিনেরও যাদের থাকবে বলে জানান