ভারতীয় অর্থনীতির পারফরম্যান্স ইতিমধ্যেই বিশ্বে নজর কেড়েছে । এ বছর আইএমএফ আশা করছে, চলতি অর্থ বছরের শেষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার হতে পারে ৬ দশমিক ৮ শতাংশ। 2023-24 অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার 6.1 শতাংশ অনুমান করা হয়েছে, যা সমগ্র বিশ্বের অর্থনীতির গড় থেকে অনেক বেশি। বিশ্বের তথাকথিত প্রধান অর্থনীতির মধ্যে দ্রুততম বৃদ্ধির হার হতে পারে ভারতের। এমনটাই জানালেন আন্তর্জাতিক আর্থিক তহবিলের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা । এক্ষেত্রে ”আইএমএফ অনুমান করছে, 2022 সালের এর 3.4 শতাংশের তুলনায় 2023 সাল ভারতের জন্য খুব কঠিন হতে পারে। এই সময় বিশ্বব্যাপী বৃদ্ধির হার 2.9 শতাংশে নেমে আসতে পারে। কিন্তু এর মাঝেও ভারতই রয়ে গেছে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। এর পিছনে ভারতে ডিজিটালাইজেশনকেই দেখছে ‘ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড’। যে কারণে ভারত যেমন করোনা মহামারীর প্রভাব কমাতে সহায়তা করেছে, তেমনি এর কারণে উন্নয়ন গতি পেয়েছে। কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। জর্জিয়েভার মতে, অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের আর্থিক নীতি খুবই কার্যকর হয়েছে। সাম্প্রতিক বাজেটে সরকার ঘাটতি কমানোর অঙ্গীকার ব্যক্ত করেছে। পাশাপাশি মূলধন বিনিয়োগের জন্য বাজেটে বড় ধরনের বিধান রাখা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post BIG BREAKING….. মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ দেখা দিল এয়ার ইন্ডিয়ার বিমানে।
Next post পর পুরুষের হাত ধরে পালাতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক কপোত কাপুতি
%d bloggers like this: