বুধবার বিশ্ব তামাক বিরোধী দিবস। প্রতি বছর ৩১শে মে এই দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়। এই উপলক্ষ্যে এদিন “আমাদের খাদ্য চাই, তামাক নয়” এই ভাবনাকে সামনে রেখে রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে এক সচেতনতা মূলক র্যা লির আয়োজন করা হয়। এদিন ভলেন্টারি হেল্থ এসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে এই র্যা লিটি রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এসে শেষ হয়। র্যা লিতে উপস্থিত ছিলেন ডাক্তার শ্রীলেখা রায়, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে ডাক্তার শ্রীলেখা রায় বলেন,তামাকের হাত থেকে নতুন প্রজন্মকে রক্ষা করা বিশেষ জরুরি। দেশের পূর্বোত্তর ভারতের মধ্যে তামাকের ব্যবহারের মধ্যে ত্রিপুরার স্থান দ্বিতীয় বলে তিনি জানান।