আয়তনে ছোট হলেও সুখের বহর কম নয়! বিশ্বের সবচেয়ে সুখী দেশ হল ফিনল্যান্ড। চলতি বছরের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের তালিকায় শীর্ষস্থান পেয়েছে ফিনল্যান্ড। এই নিয়ে পর পর ছয় বার সুখীতম দেশের শিরোপা ধরে রাখল ইউরোপের এই ছোট্ট দেশটি। অন্যদিকে, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের তালিকায় রয়েছে ভারতও। কিন্তু, উন্নয়নশীল দেশ হয়েও সুখীতম দেশের তালিকায় ভারতের স্থান অনেকটাই নীচে।জানা গিয়েছে, বিশ্বের ১৫০টি দেশের উপর সমীক্ষা চালায় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। মূলত, জিডিপি, সামাজিক সুরক্ষা, জীবন যাপনের মান, নৃশংসতা ও দুর্নীতির ভিত্তিতে সমীক্ষা চালায় ওয়াল্ড হ্যাপিনিস রিপোর্ট। সেই সমীক্ষায় উন্নত জিডিপি, সামাজিক সুরক্ষা, উন্নত জীবনযাত্রা এবং নৃশংসতা ও দুর্নীতি কম থাকায় সুখীতম দেশ হিসাবে তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে ফিনল্যান্ড। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক এবং তৃতীয় স্থানে আইসল্যান্ড। এই দেশগুলিতে জীবন যাপনের মান যেমন উন্নত, তেমনই মহামারির সময়ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার ছিল অনেকটাই কম। অন্যদিকে, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের সুখতম দেশ হিসাবে ১২৬ নম্বরে স্থান পেয়েছে ভারত। উন্নয়নশীল দেশ হয়েও ভারত রয়েছে নেপাল, চিন, বাংলাদেশ এবং শ্রীলঙ্করও নীচে। এমনকি যুদ্ধ বিদ্ধস্ত রাশিয়া ও ইউক্রেনের স্থানও রয়েছে ভারতের উপরে। সুখীতম দেশের তালিকায় রাশিয়ার স্থান ৭২ এবং ইউক্রেন রয়েছে ৯২ তম স্থানে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post পরিতেক্ত জলাশয় পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার।
Next post মঙ্গলবার রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান।
%d bloggers like this: