বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করার কারণে চার মাসের অন্তঃসত্তা এক কুমারী মা ঘটনাটি ঘটে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত ৬ নং ওয়ার্ড এলাকায়। জানা যায় ভিতর পাখিরবাদা বালিছড়া এলাকার বাসিন্দা আস্কর আলীর ছেলে শুকুর আলী লক্ষীপুর ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আনর আলীর ১৯ বছরের মেয়ে শাহানা বেগমের সাথে বিগত এক বছর ধরে প্রণয় সম্পর্ক স্থাপন করে এবং ওদের সম্পর্কটা এতটাই গভীর হয় যে শাহানা বেগমের পরিবারের লোকেরা শাহানা বেগম এবং শুকুর আলীর প্রণয় সম্পর্কের কথা জানত পাশাপাশি শুকুর আলী একজন বিবাহিত সে বিবাহিত নয় বলে শাহানা বেগমকে বলে পরবর্তী সময় বিয়ের প্রতিশ্রুতি দেয় শুকুর আলী শাহানা বেগমকে পাশাপাশি একাধিকবার শারীরিক সম্পর্ক করার কারণে শাহানা বেগম বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ শুকুর আলী শাহানা বেগমের গর্ভে যে সন্তানটি রয়েছে সেটি তার নয় বলে দাবি করছে পাশাপাশি সে শাহানা বেগমকে স্ত্রীর মর্যাদা দেবে না বলেও সাফ জানিয়ে দেয় এমনকি বিগত ১৫ দিন ধরে সম্পূর্ণরূপে সাহানা বেগমের সাথে শুকুর আলী যোগাযোগ বন্ধ করে দেয়। তাই আজ একপ্রকার বাধ্য হয়ে সোহানা বেগম কৈলাশহর মহিলা থানায় শুকুর আলীর বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে এখন দেখার বিষয় হলো পুলিশ প্রশাসন তদন্তক্রমে কি ভূমিকা গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই।