সাংবাদিক সম্মেলন করে ৫৩-কৈলাসহর মন্ডলের বুথ সভাপতিদের নাম ঘোষণা করলো বিজেপি কৈলাসহর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দও। উল্লেখ্য, ৫৩-কৈলাসহর মন্ডলের অধীনে ৫৯টি বুথ কেন্দ্র রয়েছে। সারা রাজ্যের সাথে ৫৩-কৈলাসহর মন্ডলেও বুথ স্বশক্তিকরন কর্মসূচী শুরু হয়েছে। কৈলাসহরের পাইতুরবাজার এলাকায় অবস্থিত বিজেপি ঊনকোটি জেলা কমিটির অফিসে ৫৩-কৈলাসহর মন্ডলের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিজেপি কৈলাসহর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন মন্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত দে, সহ সভাপতি প্রশান্ত মিত্র। আঠারো মে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার এই সাংবাদিক সম্মেলনে মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত জানান যে, প্রতিটি বুথ কেন্দ্র থেকে বুথ সভাপতির জন্য একটি, দুইটি কিংবা তিনটা করে নাম রাজ্য কমিটির কাছে পাঠানো হয়েছিলো। মন্ডলের প্রস্তাবিত সেই নামগুলো পেয়ে রাজ্য কমিটি তার নিজস্ব সোর্স কাজে লাগিয়ে বুথ সভাপতিদের নামের তালিকা তৈরি করে মন্ডলের কাছে পাঠায় এবং রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই নামের তালিকা প্রকাশ করা হয়। মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত একশো শতাংশ নিশ্চিত, এই বুথ সভাপতিদের নিয়ে দলের গাইড লাইন অনুযায়ী দল কৈলাসহরে আরও মজবুত হবে। কৈলাসহর মন্ডলের অধীনে মোট ৫৯টি বুথ কেন্দ্রের মধ্যে আটাশটি বুথে নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে বলেও মন্ডল সভাপতি
সিদ্ধার্থ দত্ত জানান
সিদ্ধার্থ দও। উল্লেখ্য, ৫৩-কৈলাসহর মন্ডলের অধীনে ৫৯টি বুথ কেন্দ্র রয়েছে। সারা রাজ্যের সাথে ৫৩-কৈলাসহর মন্ডলেও বুথ স্বশক্তিকরন কর্মসূচী শুরু হয়েছে। কৈলাসহরের পাইতুরবাজার এলাকায় অবস্থিত বিজেপি ঊনকোটি জেলা কমিটির অফিসে ৫৩-কৈলাসহর মন্ডলের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিজেপি কৈলাসহর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন মন্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত দে, সহ সভাপতি প্রশান্ত মিত্র। আঠারো মে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার এই সাংবাদিক সম্মেলনে মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত জানান যে, প্রতিটি বুথ কেন্দ্র থেকে বুথ সভাপতির জন্য একটি, দুইটি কিংবা তিনটা করে নাম রাজ্য কমিটির কাছে পাঠানো হয়েছিলো। মন্ডলের প্রস্তাবিত সেই নামগুলো পেয়ে রাজ্য কমিটি তার নিজস্ব সোর্স কাজে লাগিয়ে বুথ সভাপতিদের নামের তালিকা তৈরি করে মন্ডলের কাছে পাঠায় এবং রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই নামের তালিকা প্রকাশ করা হয়। মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত একশো শতাংশ নিশ্চিত, এই বুথ সভাপতিদের নিয়ে দলের গাইড লাইন অনুযায়ী দল কৈলাসহরে আরও মজবুত হবে। কৈলাসহর মন্ডলের অধীনে মোট ৫৯টি বুথ কেন্দ্রের মধ্যে আটাশটি বুথে নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে বলেও মন্ডল সভাপতি
সিদ্ধার্থ দত্ত জানান