চোরের দল নিশি রাতে দুইটি দোকান সহ গুদামে হানাদারি চালিয়ে বহু মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। ঘটনা, বৃহস্পতিবার রাতের কোন এক সময় তেলিয়ামুড়া থানাধীন মহানিপুর বাজারে। ঘটনার বিবরনে জানা যায়,, মহারানীপুর বাজারের দুই ব্যবসায়ী সজল কুমার সাহা এবং সমীর সাহা অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও ব্যবসার কাজ সম্পন্ন করে নিজ নিজ বাড়ি চলে যায় তাদের ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ করে। শুক্রবার সকাল হতে দুই ব্যবসায়ী মোবাইল ফোনে জানতে পারেন তাদের দুকানে চোরির ঘটনা ঘটেছে। পরে ওই দুই ব্যবসায়ী দোকানে এবং গুদামে এসে প্রত্যক্ষ করেন চোরের দল বৃহস্পতিবার রাতের কোন এক সময় হানাদারী চালিয়ে দোকানে থাকা বিভিন্ন সামগ্রী চোরি করে নিয়ে যায় দোকানের তালা ভেঙে। পরে ওই দুই ব্যবসায়ী অর্থাৎ সজল কুমার সাহা এবং সমীর সাহা চোরির ঘটনাটি তেলিয়ামুড়া থানাতে জানায়। অথচ রাতের আঁধারে মহারানীপুর বাজারে পুলিশের ও টহলদারি ব্যবস্থা আছে। কিন্তু এই পুলিশি টহলের মাঝেই চোরের দল কিভাবে চোরি করতে সমর্থ হল। এ নিয়ে মহানিরপুর বাজার ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন প্রশ্নের উঁকি ঝুঁকি দিচ্ছে পুলিশি টহল নিয়ে। তবে ইদানিং কালে মহারানীপুর বাজার সহ তেলিয়ামুড়া শহরের অলিগলিতে চোরির ঘটনা বৃদ্ধি পাওয়াতে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী
Next post রেশনশপ ডিলার্স ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীকে সংবর্ধনা
%d bloggers like this: