বৈদিক ব্রাম্মন্ন পরিষদের গন উপনয়ন অনুষ্ঠিত তেলিয়ামুড়ায়। অন্যান্য বছরের ন্যায় এবছরও বৈদিক ব্রাম্মন্ন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তেলিয়ামুড়ায় গন উপনয়নের ব্যবস্থা করা হয়। জানাযায় গত ২৩ শে ফেব্রুয়ারী তেলিয়ামুড়া মহারানীপুর স্থিত রাখাল ভট্টাচার্য’র বাস ভবনে শুরু হয় এই গন উপনয়ন অনুষ্ঠান। যে সমস্থ ব্রাহ্মণ্য পরিবার অর্থের অভাবে বা অন্যান্য কারনে উপনয়ন করাতে অক্ষম, সেই সব পরিবারের ছেলেদের বিনামূল্যে উপনয়নের ব্যবস্থা করে আসছে এই বৈদিক ব্রাহ্মণ্য পরিষদ। এবছর ও ত্রিপুরার বিভিন্ন মহকুমা এলাকা থেকে মোট ১১ জন কে উপনয়নের ব্যবস্থা করা হয় সংস্থার তরফ থেকে। বিগত ২০১৪ সাল থাকে এই গন উপনয়ন অনুষ্ঠান করে আসছে বলে জানান সংস্থার এক সদস্য। রবিবার এই গন উপনয়নের শেষ দিনে তেলিয়ামুড়া শহরে এক র‍্যালী সংঘটিত করা হয়। সংস্থার এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান বিভিন্ন মহল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিশালগড় মুড়াবাড়ি এলাকায় ২ পরিবারের মধ্য সংঘর্ষ
Next post দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত ১০৩২৩ চাকুরীচ্যুত এক শিক্ষক।
%d bloggers like this: