পবিত্র রথযাত্রা উৎসব উপলক্ষে আজ সকালে ইসকন পরিচালিত ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুলের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় l রাজধানীর গুরুজি কনফারেন্স হলের সামনে এদিন রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় । প্রসঙ্গত উল্লেখ্য, এই গুরুজি কনফারেন্স হলেই রথযাত্রা উৎসব উপলক্ষে গড়ে উঠা গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে ইসকন মন্দিরের জগন্নাথ অবস্থান করেছেন। এদিন রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা গিয়েছে l মুলত রাজ্যে রক্তের ঘাটতি মেটাতে এই উদ্যোগ বলে ইসকন মন্দিরের মহারাজ জানিয়েছেন l