পার কম্পিউটার প্রযুক্তির দুনিয়ায় ভারত স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে এগিয়েছে। আর সেই পথেই নিজেদের আরও শক্তিশালী করে তুলতে বদ্ধপরিকর নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার। বৃহস্পতিবার ১৩০ কোটি টাকা মূল্যের মোট তিনটি পরম রুদ্র সুপার কম্পিউটার (PARAM Rudra Supercomputers) সামনে আনলেন প্রধানমন্ত্রী মোদী।

ভারতের জাতীয় সুপার কম্পিউটিং মিশনের অধীনে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সুপার কম্পিউটারগুলি বৈজ্ঞানিক গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এগুলিকে রাখা হবে পুনে, দিল্লি এবং কলকাতায়।

এদিন এই সুপার কম্পিউটারগুলির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই তিনটি সুপার কম্পিউটার আজকে পথ চলা শুরু করল। এবং পদার্থবিদ্যা থেকে শুরু করে বিজ্ঞান এবং মহাকাশ গবেষণার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এগুলিকে ব্যবহার করা হবে। এই ক্ষেত্রগুলির দিকেই ভবিষ্যতের বিজ্ঞান এবং প্রযুক্তি তাকিয়ে রয়েছে, যে কী হতে চলেছে পৃথিবীর ভবিষ্যৎ। ডিজিটাল বিপ্লবের যুগে এমন কোনও ক্ষেত্র নেই যা সরাসরি প্রযুক্তি অথবা কম্পিউটার সংক্রান্ত বিজ্ঞানের উপর নির্ভরশীল নয়।

কলকাতার এসএন বোস সেন্টারে এই সুপার কম্পিউটারটি রাখা হবে। এবং সেখানে পদার্থবিদ্যা, মহাকাশ গবেষণা এবং পৃথিবী সংক্রান্ত নানা বৈজ্ঞানিক গবেষণায় এর ব্যবহার হবে। এছাড়াও পুনে এবং দিল্লিতেও বিভিন্ন বৈজ্ঞানিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে

যেতে এর ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

এদিন একইসঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আবহাওয়া এবং জলবায়ু গবেষণায় সাহায্যকারী হাই পারফরম্যান্স কম্পিউটিং সিস্টেমের উদ্বোধন করেন। এই প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে ৮৫০ কোটি টাকা। এর ফলে আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত বিভিন্ন গবেষণায় প্রভূত সাফল্য আসবে বলে মনে করা হচ্ছে।

পরম রুদ্র সুপার কম্পিউটারগুলি অত্যন্ত জটিল হিসাব এবং ভবিষ্যদ্বাণী অত্যন্ত সহজে দ্রুততার সঙ্গে করতে পারে। আবহাওয়ার পূর্বাভাস থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা – সবেতেই সাহায্য করতে পারে এই সুপার কম্পিউটার। কলকাতায় যে সুপার কম্পিউটারটি রাখা থাকবে তা পদার্থবিদ্যা মহাকাশ গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ৭২ এ থামল কমরেড সীতারাম ইয়েচুরীর জীবন যুদ্ধ
Next post তেলিয়ামুড়া সামাজিক সংস্থার শারদসংখ্যা ২০২৪ ‘অরণি’ র উন্মোচন হল বুধবার
%d bloggers like this: