গত ৮ই মে রাজস্থানে একটি মিগ-২১ বিমান ভেঙে পড়ে। এদিন সকালে রুটিন ট্রেনিংয়ের জন্য সুরাটগড় থেকে রওনা দিয়েছিল মিগ-২১ বিমানটি। বেশ খানিকটা ওড়ার পরে বিমানটি আচমকাই রাজস্থানের হনুমানগড়ে ভেঙে পড়ে। একটি বাড়ির ছাদের উপরে ধসে পড়ে মিগ-২১। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় দুই মহিলার। ঘটনার খানিকক্ষণ পরই আহত এক ব্যক্তিও মারা যান। এই ঘটনার পরেই বিস্তারিত তদন্তের নির্দেশ দেয় বায়ুসেনা। এখনও সেনার তরফে ওই তদন্ত চলছে বলেই জানা গিয়েছে। তার মধ্যেই ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিয়েছে, তাদের সংগ্রহে থাকা সমস্ত মিগ বিমানই এবার বাতিল করা হবে। তার পরিবর্তে ব্যবহৃত হবে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস। পরিসংখ্যান বলছে, এতদিন পর্যন্ত সবমিলিয়ে ৪০০বার দুর্ঘটনার মুখে পড়েছে এই মিগ-২১ বিমান। প্রাণ হারিয়েছে বহু সেনা। এমনকি ২০১৯ সালে এই বিমান ভেঙে পড়েই পাকিস্তানে আটক হন ভারতীয় জওয়ান অভিনন্দন বর্তমান। ১৯৬০ সাল থেকে মোট ৭০০টি মিগ বিমান ব্যবহার করেছে ভারতীয় বায়ুসেনা।তবে ২০২১ সালেই যুদ্ধবিমান গুলিকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়। ৪৮ হাজার কোটি টাকায় হ্যালের সঙ্গে চুক্তি করে ভারতীয় বায়ুসেনা। ৮৩টি তেজস বিমান তৈরির বরাত দেওয়া হয়েছে সংস্থাটিকে। ইতিমধ্যেই ৩৬টি রাফালেও তৈরি করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে। সব মিলিয়ে মিগের বাতিল হওয়া নিশ্চিত ছিলই। এবার সরকারি সিলমোহর পড়ল সেই সিদ্ধান্তে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রাজ্যের বিভিন্ন প্রান্তে জাকিয়ে বসেছে বিদ্যা ব্যবসা
Next post দলের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন সমীর দেবকে
%d bloggers like this: