আমাদের দেশে রাষ্ট্রপতি হলেন সর্বোচ্চ পদাধিকারী। দেশের প্রথম নাগরিক। নিয়ম অনুসারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেশের রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। রাষ্ট্রপতি তিন বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হন। তাঁর অনুমোদন ছাড়া কোনো আইন পাস করা যায় না।
ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। ভারতের রাষ্ট্রপতির বেতন কত জানেন? রাষ্ট্রপতি কী কী সুবিধা পান, তা জানা আছে কি?
আমাদের দেশের রাষ্ট্রপতি প্রতি মাসে পাঁচ লাখ টাকা বেতন পান। রাষ্ট্রপতির বেতন ১৯৫১ সালের রাষ্ট্রপতির পেনশন আইন দ্বারা নির্ধারিত হয়েছিল। মাসিক বেতন ছাড়াও রাষ্ট্রপতি বেশ কিছু ভাতাও পান।

৩২০ একর জমিতে বিস্তৃত রাষ্ট্রপতি ভবনের নির্মাণ কাজ ১৯২৯ সালে সম্পন্ন হয়েছিল। মূল ভবনে ৩৪০টি কক্ষ রয়েছে। রাষ্ট্রপতি ভবনের মধ্যে রয়েছে বাগান, খোলা জায়গা, দেহরক্ষী এবং কর্মীদের জন্য আবাসন, আস্তাবল, অন্যান্য অফিস ইত্যাদি। সাধারণ মানুষ নির্দিষ্ট দিনে রাষ্ট্রপতি ভবনের কিছু অংশ অনুমতি নিয়ে দেখতে পারেন। যেমন জাদুঘর, মুঘল গার্ডেন ইত্যাদি দেখতে পারেন সাধারণ মানুষ। ভারতের রাষ্ট্রপতির জন্য দুটি ভ্যাকেশন রিট্রিট রয়েছে। শিমলার মাশোবরায় অবস্থিত এই রিট্রিট বিল্ডিং। মাশোবরা পাহাড়ের চূড়ায় এই রিট্রিটে দেশের রাষ্ট্রপতি বছরে অন্তত একবার ঘুরে আসতে পারেন। অবসর গ্রহণের পর ভারতের রাষ্ট্রপতি অনেক সুবিধা পান। ১.৫০ লক্ষ টাকা প্রতি মাসে পেনশন, সুসজ্জিত বাংলো, বিনামূল্যে ট্রেন বা বিমান ভ্রমণে র মতো সুবিধা অন্তর্ভুক্ত।
