শনিবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টির ফলে হাওড়া নদীর জল স্তর বেড়ে যাওয়ায় সাউথ চন্দ্রপুর স্থিত শ্রীলঙ্কা বস্তি এলাকার বেশ কয়েকটি পরিবার জলের নিচে চলে যায়।জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা l এর ফলে লোকজন গিয়ে আশ্রয় নেয় অন্যত্র l রবিবার ধীরে ধীরে জল কিছুটা সরলেও পুরোপুরি জল সরেনি এই সকল এলাকা থেকে। এর ফলে জন দুর্ভোগ চরমে উঠেছে l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post স্বেচ্ছায় যুব সমাজ ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।।
Next post পাবলিক সচেতনতা ক্যাম্পেই করল ট্রাফিক পুলিশ প্রশাসন।
%d bloggers like this: