মঙ্গলবার অল্পে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন তথা ২০২৩ বিধানসভা নির্বাচনে ৪৭ আমবাসা বিধানসভার BJP র বিজিত প্রার্থী সুচিত্রা দেববর্মার সুপারি বাগানের আশপাশের বাড়ি ঘর। খবরের বিবরণে জানা যায় জঙ্গল পরিষ্কারের পর আবর্জনায় আগুন লাগালে ওই আগুন থেকে সুচিত্রা দেববর্মা সুপারি বাগানে আগুন লাগে এদিকে আমবাসা অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসার পূর্বেই এলাকার লোকদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ।