রাজ্য রাজনীতিতে প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে একাধিক জল্পনার। একদিকে বুধবার বামেরা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তো অন্যদিকে সেই তালিকায় কংগ্রেসের জন্য ছাড়া হয়েছে মাত্র ১৩ টি আসন। আর তাতেই তেলে বেগুনে রাজ্যের অনেক কর্মী সমর্থকরা। কিছুদিন আগেই আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে বাম-কংগ্রেস নেতৃত্ব বিধানসভা নির্বাচনে যৌথ লড়াইয়ের ঘোষণা করেছিলেন। কিন্তু বামেদের প্রার্থী তালিকা ঘোষণার সাথে সাথেই ফাটল ধরে সেই জোটের। সরাসরি জোট ঘোষণা না করলেও পর্দার আড়ালে তা যে জোট সেটা ওপেন সিক্রেট। এদিকে বিধানসভা নির্বাচনে অন্যতম প্রাসঙ্গিক তিপ্রা মথাও ধীরে ধীরে নিজেদের অবস্থান স্পষ্ট করার দিকে এগোচ্ছে। বুধবার একঝাক তিপ্রা মথা নেতৃত্ব দিল্লী উড়ে গেছেন। দিল্লী আছেন মথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেব্বর্মন। বুধবার বিকেলের বিশেষ বিমানে দিল্লী গেছেন প্রদেশ বি জে পি’র সমস্ত নেতৃত্বরাও। বিপ্লব দেব, জিষ্ণু দেব্বর্মন, প্রতিমা ভৌমিক, সম্বিত পাত্রা সহ অনেকেই তরিঘড়ি দিল্লী গেছেন।

সুত্রের খবর ইতিমধ্যেই মথা’র সাথে আরও একপ্রস্থ বৈঠক শেষ শাসক বি জে পি’র। যদিও বুধবার দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক হয়নি তিপ্রা মথার। বিশেষ সুত্রে খবর বৃহস্পতিবার অমিত শাহের সাথে বৈঠক হতে পারে মথা প্রধানের। কিন্তু এতে কাজের কাজ কিছুই হবে না। জানা গেছে চার পাতার একটি ড্রাফট কপি ইতিমধ্যেই মথার হাতে তুলে দেওয়া হয়েছে আর তাতে আলাদা রাজ্য কিংবা মথার চাওয়া কোন কিছুই নেই। পুরনো কিছু দাবি-ই তাতে লেখা রয়েছে যা পুর্বে বহুবার বলা স্বত্বেও কেউ কাজের কাজ করেনি। কিন্তু বৃহস্পতিবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর কি সমাধান বেড়িয়ে আসে তাও দেখার বিষয়।

মথা সুত্রে খবর তিপ্রা মথার এখন তিন ভাগ, একভাগ চাইছে বি জে পি’র সঙ্গে যেন জোটে যায় মথা, আরেক ভাগ চাইছে বিরোধী জোটে চলে যেতে, তো অন্য ভাগ চাইছে মথা যেন নিজে একাই লড়াই করে। সব মিলিয়ে বিরোধী জোটে যাওয়ার জন্য মথায় লোক সংখ্যা বেশী। এদিকে মথা সুত্রে খবর এই অংশই মথা প্রধানকে জানিয়ে দিয়েছে মথা যদি বিরোধী জোটে না যায় তাহলে তারা দল ছেড়ে দেবে। সমস্ত কিছু মিলিয়ে প্রদ্যুৎ এখন মহা বিপদে। একদিকে যেমন দল ভাঙ্গার ভয় তো অন্য দিকে বি জে পি’র সাথে জোটে গেলে ভবিষ্যতে আই পি এফ টি’র মতো তিপ্রা মথারও কিছু থাকবে তা ভেবেই বুবাগ্রা নিজের চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছোতে পারছে না! বুধবার গভীর রাত পর্যন্ত সুত্র মারফত খবর মথা-বি জে পি জোট প্রায় নিশ্চিত। আসন নিয়েও কথা শেষ মথা-কে ১৬ আসনে লড়াইয়ের কথা বলা হয়েছে বি জে পি’র তরফে এমনটাই জানা যাচ্ছে। যদিও তা নিয়ে কোন স্পষ্টীকরণ দিতে নারাজ মথা এবং বি জে পি নেতৃত্ব।

অনেকে বলছেন মথা- বি জে পি জোট প্রায় নিশ্চিত কিন্তু মথা’র একটা অংশের কথা ভেবে প্রদ্যুত কিশোর নিজের চুরান্ত সিদ্ধান্ত নিতে এতটা দ্বিধায় রয়েছে। কিন্তু এও প্রায় নিশ্চিত বি জে পি- মথাকে নিজেদের দিকে টানতে সর্বস্ব দিয়ে মাঠে ঝাপিয়ে পড়ছে।

খবর লেখা পর্যন্ত মথা- নেতৃত্ব বি জে পি’র দেওয়া সেই ড্রাফ্‌ট’র পর মথা নিজের অবস্থান থেকে প্রায় সরে এসেছে বলে শোনা যাচ্ছে।  

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post দুইদিনের জেলা ভিত্তিক পুষ্প প্রদর্শনী শুরু হয়েছে উদয়পুর শিশু পার্ক ময়দানে।
Next post তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করল সিপিআইএম দলের মনোনীত দুই প্রার্থী।
%d bloggers like this: