কৈলাসহর সহ ঊনকোটি জেলার উন্নয়নকে কেন্দ্র করে কৈলাসহরের সার্কিট হাউজের কনফারেন্স হলে পয়লা জুলাই শনিবার দিনভর সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়ের পৌরহিত্তে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী টিংকু রায় ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর তপন দাস, ঊনকোটি জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকার সহ ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা সহ জেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও আধিকারিকরা। বৈঠকের পর মন্ত্রী টিংকু রায় জানান যে, মুলত দুটি বিষয়ের উপর বৈঠক হয়েছে। একটি হচ্ছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের সত্তর কোটি টাকায় জেলার বিভিন্ন লজ গুলির উন্নয়ন করা। আরেকটি হচ্ছে ট্যুরিজম ডিপার্টমেন্টের দেওয়া সত্তর কোটি টাকায় ঊনকোটিকে কেন্দ্র করে সোনামুখী চা বাগান এলাকায় ইকো ট্যুরিজম তৈরি করা। দুটি জিনিস ঊনকোটি জেলা ও শৈব তীর্থ ঊনকোটিকে কেন্দ্র করে হচ্ছে। মন্ত্রী বলেন সোনামুখী চা বাগান এলাকায় ইকো ট্যুরিজমের জন্য লগ হাট তৈরি করা হবে এবং শিশুদের জন্য অত্যাধুনিক পার্ক তৈরী করা হবে। যা ইতিমধ্যে গোমতী জেলায় ও ডম্বুরে হয়েছে। মানুষ যাতে স্বাচ্ছন্দ বোধ উপলব্ধি করে তার জন্য পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। পুরো জেলাতে যে সমস্ত লজগুলি রয়েছে নতুন করে মর্ডান ফেসিলিটি প্রোভাইড করানো হবে। এইসব বিষয় নিয়ে বৈঠকে পরিকল্পনা গ্রহণ করা হয়। যাতে ঊনকোটি জেলাকে আকর্ষণীয় করে টুরিস্টদের উপযোগী করা যায়। ঊনকোটিকে কেন্দ্র করে সোনামুখীতে ইকো ট্যুরিজম ভিলেজ তৈরি করা হবে। তাতে লগ হাট, পার্ক ও রোপওয়ের মত জিনিস থাকবে টুরিস্টদের স্বাচ্ছন্দের জন্য

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post শুক্রবার এমপিএলএডিএস প্রকল্পের উপর এক পর্যালোচনা সভার আয়োজন করা হয়
Next post তলানিতে গিয়ে ঠেকেছে,গৌরনগর জুনিয়র মাদ্রাসার শিক্ষা পরিষেবা।
%d bloggers like this: