বিলোনিয়া শহরকে যানজট মুক্ত করতে মাঠে নামলো মহকুমা প্রশাসন, আরক্ষা প্রশাসন, ট্রাফিক দপ্তর, পৌর পরিষদ!সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ

বিলোনিয়া থানার কর্নার থেকে প্রচার রেলি সংগঠিত হয়। যানজট মুক্ত রাখতে ট্রাফিক ব্যাবস্থাপনার নীতি নির্দেশিকা নিয়ে রেলি থেকে মাইক যোগে প্রচার করা হয় । ত্রিপুরা মোটর যানবাহন বিধি, ১৯৯১-এর বিধি ১০৫ এর দ্বারা প্রদত্ত ক্ষমতাবলে পণ্যবাহী লরি, ট্রাক, চার চাকার যানবাহন, তিন চাকার যানবাহন চলাচলের ক্ষেত্রে ট্রাফিক বিধি মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে । রেলিতে বিলোনিয়া মহকুমা শাসক দেবাশীষ দাস , অতিরিক্ত মহকুমা শাসক আশিষ বিশ্বাস , মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস , পৌর পরিষদের অট্রাফিক ডিএসপি সহ অন্যান্য আধিকারিকরা অংশগ্রহণ করেন । বিলোনীয়া ট্রাফিক দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ৪(চার) চাকার যানবাহন এবং ভারী মোটর যানবাহনসমূহ বনকর ব্রিজ পার হয়ে বাইরে থেকে বিএমসি এলাকায় প্রবেশের ক্ষেত্রে বিদ্যাপীঠ কর্নার থেকে সৎসঙ্গ রোড হয়ে আর্য কলোনি স্কুল পর্যন্ত নির্দিষ্ট পথ অনুসরণ করবে এবং তারা সরাসরি বিদ্যাপীঠ কর্নার থেকে নং-১ টিলা এলাকায় প্রবেশ করতে পারবে না।৩ (তিন) চাকার যানবাহন বিলোনীয়া থানা থেকে বিলোনীয়া মহকুমা হাসপাতাল পর্যন্ত নং-১ টিলা হয়ে যাত্রাপথে কোনো স্থানে দাঁড়িয়ে যাত্রী বা মাল তোলা বা নামানোর অনুমতি পাবে না সহ আরো অন্যান্য ট্রাফিক বিধি নিষেধ বিএসএফ, সিআরপিএফ কোম্পানির যানবাহনসহ সমস্ত পণ্যবাহী লরি ট্রাক ইত্যাদির জন্য বিএমসি বাজার এলাকায় প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে থেকে সকাল সাতটা পর্যন্ত লোডিং ও আনলোডিং করার অনুমতি থাকবে। এটি বিলোনীয়া থানা থেকে বিলোনীয়া মহকুমা হাসপাতাল পর্যন্ত সড়ক এবং বিদ্যাপীঠ ত্রিমুখী সংযোগ থেকে বনকর বাজার পর্যন্ত কার্যকর থাকবে।বনকর ত্রিমুখী সংযোগ থেকে ওরিয়েন্টাল ক্লাব ত্রিমুখী সংযোগ পর্যন্ত এবং বিলোনীয়া থানা থেকে নং-১ টিলা হয়ে বিলোনীয়া মহকুমা হাসপাতাল পর্যন্ত সড়ককে “নো পার্কিং জোন’ হিসেবে ঘোষণা করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post জমাদার পাড়া এলাকায় আবারো সড়ক দুর্ঘটনা! পালিয়ে যায় গাড়ির চালক
Next post ১৭ পরিবারের ৫৮ ভোটার শরিক দল ত্যাগ করে শাসক দলের যোগদান! টাকারজলা আমতলী পাড়া এলাকায়।
%d bloggers like this: