গতকাল এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি ডঃ ভবতোষ সাহা । এরপর মঙ্গলবার দুপুরে মহাকরনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্র-ছাত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন ও এদের সঙ্গে মত বিনিময় করেন। পাশাপাশি আগামিদিনে কৃতীরা কি নিয়ে পড়াশুনা করবে, সেবিষয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। মুখ্যমন্ত্রীও কৃতিদের সঙ্গে কথা বলে সন্তোষ প্রকাশ করেন।রাজ্যের ছাত্র-ছাত্রীদের ফলাফলে খুশি মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এখন তো বিদ্যা জ্যোতি প্রকল্পের অধিন বহু স্কুল cbse হয়ে গেছে l তাই নাম করা বহু স্কুল cbse বোর্ডের আন্ডারে চলে গেছে l তবুও উভয় পরীক্ষার ফলাফল ভাল হয়েছে বলে তিনি জানান l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post প্রজ্ঞা ভবনে একদিনের ওড়িয়েস্টেশন প্রোগ্রামের আয়োজন
Next post গাড়ি ও স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু স্কুটি চালকের
%d bloggers like this: