জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করাই হচ্ছে মূল লক্ষ্য,তাই প্রতিবছরই রাজ্যের প্রতিটি স্থানে নিজের সাধ্যমত সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন এর কর্ণধার ড. আলী আশরাব মিয়া ওরফে (জালাল উদ্দিন)। কখনোবা শারদ উৎসবকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী গরীব অংশের মানুষের মধ্যে বস্ত্র বিতরণ ভোজের আয়োজন আবার কখনো বা মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উৎসবকে কেন্দ্র করে ইফতার পার্টি বস্ত্র বিতরণ, ইত্যাদি সামাজিক কাজ গুলি করে থাকেন ফাউন্ডেশন এর তরফ থেকে। তাই আসন্ন রমজানকে সামনে রেখে রাজ্যের অন্যতম মাদ্রাসা রাঙ্গামাটিয়া দারুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থী এবং রোজদারীদের জন্য ফাউন্ডেশন এর তরফ থেকে প্রদান করলেন দেড়শ লিটার ক্ষমতা সম্পন্ন আধুনিক ওয়াটার পিউরিফায়ার , যা থেকে ঠান্ডা এবং সাধারণ বিশুদ্ধ জল পান করে তৃপ্তি পাবে মাদ্রাসার ছাত্রছাত্রীরা। একটা সময় অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে না পারলেও, মানুষের কল্যাণে কাজ করার সংকল্প থেকে কখনো পিছু হটেননি মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা জালাল উদ্দিন, ছোটবেলা থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন, যার প্রেরণা তিনি যুগিয়েছেন ভারতের মিসাইল ম্যান তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আবদুল কালামের জীবন থেকে। তারই উদ্যোগে তাকে ধন্যবাদ জানান মাদ্রাসার অধ্যক্ষ মুফতী তৈবুর রহমান।