বিশালগড়ের নারউড়া এলাকায় ব্রেন টিউমারে আক্রান্ত এক যুবকের পাশে দাঁড়ালেন এলাকার বিধায়ক সুশান্ত দেব।

দীর্ঘ বছর ধরে শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন মিনাল নামে ওই যুবক। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর অসুস্থতার খবর পেয়ে সরাসরি তাঁর বাড়িতে ছুটে যান বিধায়ক। পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি, যুবকের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের আশ্বাসও দেন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।”

অন্যদিকে, মিনালের মা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, “বিধায়ক আমাদের বাড়িতে এসে যে মানসিক শক্তি দিয়েছেন, তা আমরা কোনওদিন ভুলব না। একজন মায়ের পক্ষে এর থেকে বড় ভরসা আর কিছু হতে পারে না।”

স্থানীয় বাসিন্দারাও বিধায়কের এই মানবিক ভূমিকার প্রশংসা করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post মানিক্যনগর কালীবাড়ি হইতে কলমচৌড়া যাবার বাই পাস রাস্তার নেহাল অবস্থা।
Next post এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি! নেটমাধ্যমে তুঙ্গে বিতর্ক, কী বলছেন নেটিজেনরা?
%d bloggers like this: