রাস্তার অবস্থা এতটাই বেহাল, চলাচলের অযোগ্য গর্ত, কাদামাটি জল একাকার হয়ে যেন ধানি জমিেত ধান গাছের চারা রোপন করার উপযুক্ত হয়ে রয়েছে।মানিক্যনগর এলাকাবাসীর অভিযোগ মানিকনগর কালীবাড়ি হইতে কলমচৌড়া যাবার বাই পাস রাস্তাটির চেহারা খুবই কর্দমত্ত।গ্রামবাসীরা পঞ্চায়েতের প্রধান এবং মন্ডলকে পর্যন্ত বারবার দাবি করে আসছেন,যে রাস্তার অবস্থা খুবই বেহাল চলাচলের অনুপযুক্ত স্কুলের কচিকাঁচা শিশুরা এমনকি গর্ভবতী রোগী সেই রাস্তা দিয়ে পারাপার হওয়া খুবই কষ্ট।প্রায় সময় গাড়ির চাকা গর্তে পড়ে যায় তৎক্ষণাৎ গ্রামবাসী এসে ধাক্কা লাগিয়ে কোন রকমে গাড়ী গুলোকে পাস করে দেওয়া হয়। দীর্ঘ ৪-৫ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা গ্রামবাসী রাস্তা মেরামতের জন্য দাবী করলে প্রধান,মন্ডল সবাই বলেন করে দেবো,করে দেবো কিন্তু আশ্বাসের বাণী শোনাচ্ছেন কাজের কাজ কিছুই হচ্ছে না।তাই তারা এখন নিজেদের উদ্যোগে রাস্তা ড্রেন, মাটি কাদা সরিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করছেন।তারপরও তারা সরকারের নিকট রাস্তার বেহাল পরিসেবার দিকে নজর দিয়ে জনমুখী উন্নয়ন মূলক কাজ করার জন্য আবেদন করছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ভবানীপুর বাজারে স্মার্ট মিটার বাতিল ও বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে সিপিআইএম-এর জোরালো প্রতিবাদ!
Next post মানবিক দৃষ্টান্ত নারউড়ায় — ব্রেন টিউমারে আক্রান্ত যুবকের পাশে বিধায়ক সুশান্ত দেব
%d bloggers like this: