ভারতের একাধিক জায়গার নামকরণ করা হয়েছে ‘আক্রমণকারী’দের নামে। তাই নতুন একটি কমিশন গঠন করে সেই জায়গাগুলির নাম পাল্টে দেওয়া হোক। কারণ ভারত ইতিহাসের দাস হয়ে থাকতে পারে না- এই মর্মে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। কিন্তু সোমবার সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত।শীর্ষ আদালতের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই আবেদন মেনে নিলে দেশে আগুন জ্বলতে পারে। বিচারপতি কে এম জোসেফ ও বিভি নাগারত্নের বেঞ্চের তরফে জানানো হয়েছে যে, ‘এটা সত্যি একটা সময় আক্রমণকারীরাই আমাদের দেশ শাসন করেছিল। কিন্তু সেই কারণে ইতিহাসের একটা নির্দিষ্ট অধ্যায় মুছে ফেলা যায় না। দেশের ইতিহাস কখনই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে ভয় দেখাতে পারে না।’শীর্ষ আদালতের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, ‘ভারত একটি ধর্ম নিরপেক্ষ দেশ। আর হিন্দুত্ব শুধু একটি ধর্ম নয়, জীবন যাপনের উপায়ও। হিন্দু ধর্মে কোনও গোঁড়ামি নেই। সেই জন্য অকারণে এমন অতীত খুঁড়ে বের করবেন না, যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। আমরা দেশে আগুন জ্বালাতে পারি না।’ এখানেই শেষ নয়, শীর্ষ আদালতের দুই বিচারপতি বিজেপি নেতার এই জনস্বার্থ মামলার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন।