গত কয়েক বছরে আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হয়েছে । বিভিন্ন ইস্যুতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা। দুই দেশের এই মজবুত সম্পর্কের নেপথ্যে অন্যতম কারিগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দ্বি-পাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে, মার্কিন কংগ্রেসে যৌথ বৈঠকে বক্তব্য রাখার আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি দু’বার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখার আমন্ত্রণ পেলেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী টুইট করে ধন্যবাদও জানান এই আমন্ত্রণের জন্য।মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাককার্থি, সেনেটর চাক সুমার, রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল, ডেমোক্রাটিক নেতা হাকিম জেফারিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন, “এই আমন্ত্রণের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি এই আমন্ত্রণ গ্রহণ করছি এবং ফের একবার কংগ্রেসে বক্তব্য রাখার সুযোগ পেয়ে সম্মানিতবোধ করছি।”