আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।বিধানসভা নির্বাচন ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি বিজেপি দলের হয়ে ৮ টাউন বড় দোয়ালি বিধানসভা কেন্দ্রে প্রচারে নেমে পড়েছেন । সেক্ষেত্রে হাতে আর বেশি সময় না থাকায় মুখ্যমন্ত্রীর হয়ে ৮ টাউন বড় দোয়ালি বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন মেয়র দীপক মজুমদার । প্রতি দিনের মত শুক্রবার সকালেও মেয়র এই কেন্দ্রের অধীন রামনগর ৩ নং রোড এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। তবে এদিন মেয়রের সঙ্গে ছিলেন পশ্চিম বঙ্গের তুফানগঞ্জ এর বিধায়িকা মালতি রাভা রায় সহ দলের অন্যান্য কর্মী সমর্থকরা। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে বিজেপি দলকে ভোট দেওয়ার জন্য আবেদন জানায়। এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গ থেকে আগত বিধায়িকা জানায়, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার যেভাবে কাজ করে চলেছে সেক্ষেত্রে ১০০ শতাংশ জয় নিশ্চিত বিজেপি দলের। আর এই কেন্দ্রে ডাঃ মানিক সাহাকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে পেতে চাইছে সকলে । তাই ২০২৩ সালে বিজেপি দলই পুনরায় সরকার গঠন করবে বলে তিনি জানান।