শহরের বুকে স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের দেখা নেই ! ক্ষুব্ধ রোগী ও তাদের পরিজন
ই এস আই’র ডিসপেনসারি’র কর্মসংস্কৃতি লাটে! মুখ্যমন্ত্রী দপ্তর ESI ডিসপেন্সারি শ্যামলী বাজার এলাকায় অবস্থিত কিন্তু বিগত দুইদিন যাবত ডিসপেন্সারিতে চিকিৎসক শূন্য জানা যায় বর্তমানে একজন মহিলা চিকিৎসক এই ডিসপেন্সারিতে কর্মরত রয়েছেন এই ডিসপেন্সারিতে তিনজন চিকিৎসক ছিলেন বাকি দুইজন কিছুদিন আগে চাকরি ছেড়ে চলে যান বর্তমানে মহিলা চিকিৎসকের দ্বারা ডিসপেন্সারিতে পরিষেবা প্রদান করা অসম্ভব হয়ে পড়ছে গতকালকে তিনি বিরক্ত হয়ে ডিসপেন্সারি থেকে বাড়ি চলে যান বুধবার আর হাসপাতালে আসেননি যার ফলে দুর্ভোগে শিকার হন চিকিৎসা পরিষেবা নিতে আসা ৩০ থেকে ৪০ জন রোগী