মদমত্ত অবস্থায় দ্রুত গতিতে থাকা মোটর বাইক ও বাইসাইকেল এর সংঘর্ষে আহত ২ জন। ঘটনা শনিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানাযায়,, তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকার বাসিন্দা শ্যামল দেব নামে এক ব্যাক্তি নিজ বাইসাইকেল চেপে তেলিয়ামুড়া শহরের উদ্যেশ্যে আসছিলেন। সেই সময় তেলিয়ামুড়া থেকে একটি বাইক মহারানীপুর এর দিকে যাচ্ছিল। মুখুমুখি সংঘর্ষ ঘটে উভয়ের মধ্যে। ঘটনাস্থলে উভয়েই জাতীয় সড়কে ছিটকে পরে যায়। এতে আহত হয় বাইক আরোহী এবং বাইসাইকেল চালক শ্যামল দেব নামের ব্যাক্তি। ঘটনা প্রত্যক্ষ করে এলাকার লোকজন তাদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। জানাযায় বাইসাইকেল আরোহী শ্যামল দেবের আঘাত গুরুতর হওয়াই উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেন চিকিৎসক । এদিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানাযায় বাইক চালক মদমত্ত অবস্থায় অত্যাধিক মাত্রায় গতিতে বাইক চালানোর ফলেই ঘটে এই দূর্ঘটনা। বাইক চালক ষষ্ঠ ব্যাটেলিয়ানের এক টি. এস. আর এর জোয়ান বলে জানা যায়।