এবার তীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। সেই শপথ গ্রহণের আগেই প্রকাশ করা হয়েছে সেই সব সাংসদদের নাম, যাঁরা মোদীর মন্ত্রিসভায় যোগ দেবেন। সূত্রের খবর, এবার মন্ত্রিসভায় যোগ দিতে পারেন মোট ৬৮ জন মন্ত্রী। একগুচ্ছ নতুন মুখ যেমন দেখা যাচ্ছে, তেমনই বাদ পড়তে পারে অনেক পুরনো মুখ। সেই তালিকায় রয়েছেন নিশীথ প্রামাণিক, নারায়ণ রানে, স্মৃতি ইরানি এবং অনুরাগ ঠাকুরের মতো অনেকেই। কেউ কেউ এবার ভোটে লড়েননি, কেউ কেউ পরাজিত হয়েছেন। আবার কেউ জিতলেও মন্ত্রিপদ পাচ্ছেন না। দেখে নিন সেই তালিকা।
নারায়ণ রানে- নির্বাচনে জয়ী হলেও মন্ত্রী হচ্ছেন না। অনুরাগ ঠাকুর- নির্বাচনে জিতেছেন, তাও মন্ত্রী হচ্ছেন না। পুরুষোত্তম রুপালা- জিতেও মন্ত্রী হচ্ছেন না। অর্জুন মুন্ডা- নির্বাচনে পরাজিত স্মৃতি ইরানি- নির্বাচনে পরাজিত আর কে সিং- নির্বাচনে পরাজিত মহেন্দ্র নাথ পান্ডে- নির্বাচনে পরাজিত
অশ্বিনী কুমার চৌবে- নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি ভি কে সিং- নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি সাধ্বী নিরঞ্জন জ্যোতি- নির্বাচনে পরাজিত সঞ্জীব বালিয়ান- নির্বাচনে পরাজিত রাজীব চন্দ্রশেখর- নির্বাচনে পরাজিত দর্শনা জারদোশ- টিকিট পাননি ভি মুরলীধরন- নির্বাচনে পরাজিত মীনাক্ষী লেখি- টিকিট পাননি দেবুসিংহ চৌহান- নির্বাচনে জিতেছেন কিন্তু জায়গা পাননি